মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৭৬৩
১. প্রথম অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৬৩। হযরত রাফে' ইবনে খাদীজ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কুকুর বিক্রয়ের মূল্য ঘূণিত বস্তু, ব্যভিচারের বিনিময়ও অতি জঘন্য, রক্তমোক্ষণ ব্যবসাও জঘন্য। মুসলিম
وَعَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثَمَنُ الْكَلْبِ خَبِيثٌ وَمَهْرُ الْبَغِيِّ خَبِيثٌ وَكَسْبُ الْحَجَّامِ خَبِيثٌ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

উল্লিখিত তিন প্রকারের রোজগার প্রত্যেকটিই ঘৃণিত। তবে হানাফী মাযহাব মতে শিকারী কুকুর বিক্রয়লব্ধ মূল্য হারাম নহে। যেরূপ রক্তমোক্ষণ (শিঙ্গা দেওয়া) কার্যের বিনিময় কোন ইমামের মতেই হারাম নহে। আর ব্যভিচার বা যেনার বিনিময় সর্ব-ঐক্যমতে হারাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান