মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭৩৩
১৫. প্রথম অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৩৩। (তাবেয়ী) হযরত আমের ইবনে সা'দ হইতে বর্ণিত আছে যে, তিনি বলেন, (আমার পিতা) সা'দ ইবনে আবু ওয়াক্কাস আকীকস্থ তাহার ভবনের দিকে আরোহণে চড়িয়া যাইতেছিলেন। দেখিলেন, একটি ক্রীতদাস (মদীনার) একটি গাছ কাটিতেছে অথবা উহার পাতা বাড়িতেছে। ইহাতে তিনি তাহার জামা-কাপড় ও অস্ত্র কাড়িয়া লইলেন। অতঃপর যখন তিনি মদীনায় ফিরিলেন দাসের মালিকগণ আসিয়া তাহার অস্ত্র তাহাকে অথবা তাহাদের দাসের নিকট হইতে কাড়িয়া লওয়া জিনিস তাহাদিগকে ফিরাইয়া দিতে অনুরোধ করিলেন। তখন তিনি বলিলেন, আমি আল্লাহর নিকট পানাহ চাহি — রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাহা দান করিয়াছেন তাহা ফিরাইয়া দেওয়া হইতে এবং উহা তাহাদেরকে ফিরাইয়া দিতে অস্বীকার করিলেন। —মুসলিম
وَعَنْ عَامِرِ بْنِ سَعْدٍ: أَنَّ سَعْدًا رَكِبَ إِلَى قَصْرِهِ بِالْعَقِيقِ فَوَجَدَ عَبْدًا يَقْطَعُ شَجَرًا أَوْ يَخْبِطُهُ فَسَلَبَهُ فَلَمَّا رَجَعَ سَعْدٌ جَاءَهُ أَهْلُ الْعَبْدِ فَكَلَّمُوهُ أَنْ يَرُدَّ عَلَى غُلَامِهِمْ أَوْ عَلَيْهِمْ مَا أَخَذَ مِنْ غُلَامِهِمْ فَقَالَ: مَعَاذَ اللَّهِ أَنْ أَرُدَّ شَيْئًا نَفَّلَنِيهِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي أَنْ يرد عَلَيْهِم. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
'যাহা আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ) দিয়াছেন'—অর্থাৎ, এইরূপ ব্যক্তির সাথে এইরূপ ব্যবহার করার অনুমতি হুযূর (ﷺ) দিয়াছেন। (২০ নং হাদীস দ্রষ্টব্য)
