মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭৩১
১৫. প্রথম অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৩১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, যখন লোক প্রথম ফল লাভ করিত উহা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া আসিত। যখন তিনি উহা গ্রহণ করিতেন, বলিতেন আল্লাহ্! আমাদের ফল শস্যে বরকত দাও, আমাদের এই শহরে বরকত নাও। আমাদের আড়িতে বরকত দাও ও আমাদের সেরিতে বরকত দাও। আল্লাহ, ইবরাহীম তোমার বান্দা, তোমার দোস্ত ও তোমার নবী এবং আমিও তোমার বান্দা ও নবী। তিনি তোমার নিকট মক্কার জন্য দোআ করিয়াছেন আর আমি তোমার নিকট মদীনার জন্য দোআ করিতেছি — যেরূপ দো'আ তিনি তোমার নিকট মক্কার জন্য করিয়াছেন। অতঃপর আবু হুরায়রা বলেন, তৎপর হুযুর আপন পরিবারের সর্বকনিষ্ঠ ছেলেকে ডাকিতেন এবং তাহাকে ঐ ফল দান করিতেন। —মুসলিম
وَعَنْهُ قَالَ: كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرَةِ جَاءُوا بِهِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا أَخَذَهُ قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ وَأَنَا أدعوكَ للمدينةِ بمثلِ مَا دعَاكَ لمكةَ ومِثْلِهِ مَعَهُ» . ثُمَّ قَالَ: يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ لَهُ فيعطيهِ ذَلِك الثَّمر. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, গাছের প্রথম ফল ছোটদের খাওয়ানই উত্তম বা মোস্তাহাব।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৩১ | মুসলিম বাংলা