মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭২৯
১৫. প্রথম অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭২৯। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি মদীনার দুই প্রান্তের মধ্যবর্তী স্থানকে হারাম করিতেছি—উহার বৃক্ষ ছেদন করা যাইবে না এবং উহার শিকার বধ করা চলিবে না। তিনি আরও বলেন, মদীনা তাহাদের জন্য কল্যাণকর যদি তাহারা বুঝিত। যে ব্যক্তি অনাগ্রহে মদীনা ত্যাগ করিবে তাহার পরিবর্তে আল্লাহ্ তাহা অপেক্ষা উত্তম ব্যক্তিকে তথায় স্থান দিবেন এবং যে উহার অনটন ও দুঃখ-কষ্টে ধৈর্যের সাথে টিকিয়া থাকিবে, কেয়ামতে আমি তাহার জন্য সুপারিশকারী বা সাক্ষী হইব। —মুসলিম
وَعَنْ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لَابَتَيِ الْمَدِينَةِ: أَنْ يُقْطَعَ عِضَاهُهَا أَوْ يُقْتَلَ صَيْدُهَا وَقَالَ: «الْمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يعلَمونَ لَا يَدَعُهَا أَحَدٌ رَغْبَةً عَنْهَا إِلَّا أَبْدَلَ اللَّهُ فِيهَا مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ وَلَا يَثْبُتُ أَحَدٌ عَلَى لَأْوَائِهَا وَجَهْدِهَا إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا أَو شَهِيدا يَوْم الْقِيَامَة» . رَوَاهُ مُسلم
