মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭২৭
১৪. তৃতীয় অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭২৭। হযরত আইয়াশ ইবনে আবু রবীয়া মাখযূমী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ এই উম্মত কল্যাণের সাথে থাকিবে, যাবৎ তাহারা মক্কার এই সম্মান পূর্ণভাবে বজায় রাখিবে। যখন তাহারা ইহা বিনষ্ট করিবে ধ্বংস হইয়া যাইবে। —ইবনে মাজাহ্
وَعَن عيَّاشِ بنِ أبي ربيعةَ المَخْزُومِي قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ هَذِهِ الْأُمَّةُ بِخَيْرٍ مَا عَظَّمُوا هَذِهِ الْحُرْمَةَ حَقَّ تَعْظِيمِهَا فَإِذَا ضَيَّعُوا ذلكَ هلَكُوا» . رَوَاهُ ابْن مَاجَه
