মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭১৬
১৪. প্রথম অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭১৬। আবু হুরায়রার বর্ণনায় আছে—কাটা চলিবে না উহার গাছ এবং উঠাইবে না উহার পথে পড়া দ্রব্য শোহরতকারী ব্যতীত।
وَفِي رِوَايَة لأبي هريرةَ: «لَا يُعضدُ شجرُها وَلَا يلتَقطُ ساقطتَها إِلاَّ مُنشِدٌ»
