মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
১১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৮৪। হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম অবস্থায় আপন মাথা ধুইতেন। মোত্তাঃ

হাদীসের ব্যাখ্যা:

(১) হুযুর বাবরী চুল রাখিতেন, তাই মধ্যে মধ্যে ধোয়ার আবশ্যক হইত। (২) মাথা এইরূপে ধুইবে যাহাতে চুল না উঠে। (৩) গোসল করিতে আপত্তি নাই, তবে না করাই উত্তম, যাহাতে ধুলাবালিতে প্রেমাসক্ত পাগলের ন্যায় দেখায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান