মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
১১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৮৩। বিবি মায়মুনার ভাগিনেয় ইয়াযীদ ইবনে আসার বিবি মায়মুনা হইতে বর্ণনা করেন যে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মুনাকে বিবাহ করিয়াছিলেন হালাল অবস্থায়। (এহরাম অবস্থায় নহে।) -মুসলিম

শায়খ ইমাম মুহিউস সুন্নাহ বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি (শাফেয়ী মতে এ হাদীসের ব্যাখ্যা করিতে যাইয়া) বলেন যে, অধিকাংশ ইমামের মত এই যে, হুযুর বিবি মায়মুনাকে হালাল অবস্থায়ই বিবাহ করিয়াছিলেন; কিন্তু ইহা প্রকাশ করিয়াছেন তাহার এহরাম অবস্থায় এবং তিনি তাঁহার সহিত মধু রাত্রি যাপন করিয়াছেন হালাল অবস্থায় মক্কা হইতে মদীনা ফিরিবার পথে সারেফ নামক স্থানে (কাযা উমরা সম্পাদনকালে)। (কিন্তু হানাফী মোহাদ্দেস ইবনে হুমাম বলেন, ইয়াযীদ ইবনে আসাম্মের হাদীসটি হযরত ইবনে আব্বাসের হাদীসটির সহিত কখনও তুলিত হইতে পারে না।)
tahqiqতাহকীক:তাহকীক চলমান