মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৭১
১০. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৭১। হযরত রাফে' ইবনে আমর মুযানী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে একটি সাদা কালো মিশ্রিত খচ্চরের উপর থাকিয়া মিনায় ভাষণ দান করিতে দেখিয়াছি, যখন বেলা উপরে উঠিয়াছিল এবং হযরত আলী উহা লোকদিগকে উচ্চঃস্বরে পৌঁছাইতেছিলেন, আর লোক ছিল তখন কেহ দাঁড়ানো আর কেহ বসা। –আবু দাউদ
وَعَن رافعِ بنِ عمروٍ والمُزَني قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ بِمِنًى حِينَ ارْتَفَعَ الضُّحَى عَلَى بَغْلَةٍ شَهْبَاءَ وَعَلِيٌّ يُعَبِّرُ عَنْهُ وَالنَّاسُ بَين قَائِم وقاعد. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৭১ | মুসলিম বাংলা