মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৫৬
৯. প্রথম অনুচ্ছেদ - হজের কার্যাবলীতে আগ-পিছ করা বৈধতা প্রসঙ্গে
২৬৫৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ)-কে কোরবানীর দিন মিনায় কোন ব্যতিক্রমের কথা জিজ্ঞাসা করা হইলে তিনি বলিতেনঃ ইহাতে কোন গোনাহ হইবে না। এ সময় এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, হুযূর ! আমি কাঁকর মারিয়াছি সন্ধ্যার পর। তিনি বলিলেন, তাহাতে কোন গোনাহ হইবে না। —বুখারী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْأَلُ يَوْمَ النَّحْرِ بِمِنًى فَيَقُولُ: «لَا حرَجَ» فَسَأَلَهُ رجل فَقَالَ: رميت بعد مَا أمسَيتُ. فَقَالَ: «لَا حرَجَ» . رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৫৬ | মুসলিম বাংলা