মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬০৪
- হজ্জ্বের অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - আরাফাহ্ ও মুযদালিফা হতে ফিরে আসা
২৬০৪। হেশাম ইবনে ওরওয়া তাহার পিতা ওরওয়া হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, একদা উসামা ইবনে যায়দকে জিজ্ঞাসা করা হইল, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলিতেছিলেন, যখন তিনি বিদায় হজ্জে আরাফাত হইতে প্রত্যাবর্তন করিতেছিলেন। ওরওয়া বলেন, তিনি স্বাভাবিক গতিতে চলিতেছিলেন এবং যখন পরিসর পাইতেন তাড়াতাড়ি করিয়া চলিতেন (যাহাতে সম্মুখের নেক কাজের দিকে সকাল সকাল পৌঁছা যায়)। —মোত্তাঃ
كتاب المناسك
بَابٌ الدَّفْعُ مِنْ عَرَفَةَ وَالْمُزْدَلِفَةِ: الْفَصْل الأول
عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ قَالَ: سُئِلَ أُسَامَةُ بْنُ زَيْدٍ: كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسِيرُ فِي حَجَّةِ الْوَدَاعِ حِينَ دَفَعَ؟ قَالَ: كَانَ يَسِيرُ الْعُنُق فَإِذا وجد فجوة نَص
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬০৪ | মুসলিম বাংলা