মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৮৩
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৮৩। হযরত কুদামা ইবনে আব্দুল্লাহ্ ইবনে আম্মার (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে উটে চড়িয়া সাফা মারওয়ার মধ্যে সায়ী করিতে দেখিয়াছি; কিন্তু কাহাকেও মারিতে বা হাঁকাইতে দেখি নাই অথবা সর সর বলিতেও শুনি নাই (যাহা আজকালের আমীর-উমারাগণ করিয়া থাকেন)। — শরহে সুন্নাহ
وَعَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمَّارٍ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ عَلَى بَعِيرٍ لَا ضرب وَلَا طرد وَلَا إِلَيْك. رَوَاهُ فِي شرح السّنة
