মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৮২
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৮২। সফীয়া বিনতে শায়বা বলেন, আবু তুজরাতের কন্যা আমাকে বলিয়াছেন, আমি কুরাইশের কতক মহিলার সাথে আবু হোসাইন পরিবারের একটি ঘরে প্রবেশ করিলাম, যাহাতে সাফা মারওয়ার সায়ীকালে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে আমরা দেখিতে পাই (তিনি কিরূপ কার্য করেন)। তখন আমি তাঁহাকে দেখিলাম, তিনি সায়ী করিতেছেন, আর জোরে পদক্ষেপ করার কারণে তাঁহার চাদর এদিক সেদিক দুলিতেছে। তখন আমি তাঁহাকে ইহাও বলিতে শুনিলাম যে, 'সায়ী কর! কেননা, আল্লাহ্ তোমাদের প্রতি ইহা নির্ধারিত করিয়াছেন।' —বাগাবী শরহে সুন্নাহ্য় এবং ইমাম আহমদ তাঁহার মুসনাদে কিছু বিভিন্নতার সাথে।
وَعَن صفيةَ بنتِ شيبةَ قَالَتْ: أَخْبَرَتْنِي بِنْتُ أَبِي تُجْرَاةَ قَالَتْ: دَخَلْتُ مَعَ نِسْوَةٍ مِنْ قُرَيْشٍ دَارَ آلِ أَبِي حُسَيْنٍ نَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ فَرَأَيْتُهُ يَسْعَى وَإِنَّ مِئْزَرَهُ لَيَدُورُ مِنْ شِدَّةِ السَّعْيِ وَسَمِعْتُهُ يَقُولُ: «اسْعَوْا فَإِنَّ اللَّهَ كَتَبَ عَلَيْكُمُ السَّعْيَ» . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ وَرَوَاهُ أَحْمد مَعَ اخْتِلَاف
হাদীসের ব্যাখ্যা:
‘জোরে পদক্ষেপের কারণে' – ইহাতে বুঝা গেল যে, হুযূর আরোহণ ব্যতীত পায়ে হাঁটিয়াই সায়ী করিতেছিলেন; কিন্তু পরের হাদীসে আছে, তিনি বিদায় হজ্জে আরোহণ করিয়াই সায়ী করিয়াছেন। সম্ভবতঃ তিনি তওয়াফে কুদুমের যে সায়ী করিয়াছিলেন, তাহা বাহনে চড়িয়া করিয়াছিলেন এবং তওয়াফে ইফাযার সায়ী করিয়াছিলেন পায়ে হাঁটিয়া।
