মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৬০
২. তৃতীয় অনুচ্ছেদ - বিদায় হজের বৃত্তান্তের বিবরণ
২৫৬০। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কায় পৌঁছিলেন যিলহজ্জের চার কি পাঁচ তারিখ যাইতে। এ সময় তিনি একবার আমার নিকট পৌঁছিলেন খুব রাগান্বিত অবস্থায়। আমি বলিলাম, কে আপনাকে রাগান্বিত করিল, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্ তাহাকে জাহান্নামে নিক্ষেপ করুন । তিনি বলিলেনঃ তুমি কি বুঝিতেছ না যে, আমি লোকদিগকে এক ব্যাপারে নির্দেশ দিয়াছি আর তাহারা উহাতে ইতস্ততঃ করিতেছে। যদি আমার ব্যাপারে আমি প্রথমে বুঝিতে পারিতাম যাহা আমি পরে বুঝিয়াছি, তাহা হইলে কখনও আমার সাথে কোরবানীর পশু আনিতাম না; বরং পরে উহা খরিদ করিতাম এবং এখন হালাল হইয়া যাইতাম, যেমন তাহারা হালাল হইতেছে। —মুসলিম
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَرْبَعٍ مَضَيْنَ مِنْ ذِي الْحِجَّةِ أَوْ خَمْسٍ فَدَخَلَ عَلَيَّ وَهُوَ غَضْبَانُ فَقُلْتُ: مَنْ أَغْضَبَكَ يَا رَسُولَ اللَّهِ أَدْخَلَهُ اللَّهُ النَّارَ. قَالَ: «أَو مَا شَعَرْتِ أَنِّي أَمَرْتُ النَّاسَ بِأَمْرٍ فَإِذَا هُمْ يَتَرَدَّدُونَ وَلَوْ أَنِّي اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا سُقْتُ الْهَدْيَ مَعِي حَتَّى أَشْتَرِيَهُ ثمَّ أُحلُّ كَمَا حلُّوا» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

‘উহাতে তাহারা ইতস্ততঃ করিতেছে'— জাহেলিয়াত যুগে মুশরিকরা হজ্জের সময় স্ত্রী সহবাস করাকে বড় খারাপ জানিত, তাই পুরানা অভ্যাসবশতঃ সাহাবীগণ উহাতে ইতস্ততঃ করিতেছিলেন, আর হুযূর তাহাদিগকে জাহেলিয়াত প্রথার অনুসরণ না করিতে বাধ্য করিতেছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫৬০ | মুসলিম বাংলা