মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫১২
প্রথম অনুচ্ছেদ
২৫১২। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, হুযূর আমার ভগিনী হজ্জ করিতে মানত করিয়াছিলেন, কিন্তু উহা আদায় করার পূর্বে তিনি মারা গিয়াছেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: তোমার ভগিনীর উপর কাহারও ঋণ থাকিলে তুমি উহা আদায় করিতে কিনা ? সে বলিল, নিশ্চয়ই। হুযুর বলিলেন, তবে আল্লাহর ঋণ আদায় কর। ইহা আদায়ের অধিক উপযোগী। মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: أَتَى رَجُلٌ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ أُخْتِي نَذَرَتْ أَنْ تَحُجَّ وَإِنَّهَا مَاتَتْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكَنْتَ قَاضِيَهُ؟» قَالَ: نَعَمْ قَالَ: «فَاقْضِ دَيْنَ اللَّهِ فَهُوَ أَحَقُّ بِالْقَضَاءِ»
হাদীসের ব্যাখ্যা:
এই দুই হাদীস হইতে বুঝা গেল যে, হজ্জের ব্যাপারে প্রতিনিধিত্ব জায়েয আছে। অর্থাৎ, একের হজ্জ অন্যে আদায় করিতে পারে, যদি প্রথম ব্যক্তি হজ্জে গমন করিতে সম্পূর্ণ অক্ষম হয় এবং দ্বিতীয় ব্যক্তির রাহা খরচ দেয় অথবা মরিয়া যায় এবং হজ্জের জন্য ওসীয়ত করিয়া যায়।
