মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫১১
প্রথম অনুচ্ছেদ
২৫১১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একবার খাসআম গোত্রের এক মহিলা জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ্। আল্লাহর পক্ষ হইতে তাঁহার বান্দাদের উপর ফরয করা হজ্জ আমার পিতার প্রতি বর্তাইয়াছে, অথচ তিনি অতি বৃদ্ধ, বাহনের পিঠে বসিয়া থাকার ক্ষমতা তাঁহার নাই। সুতরাং আমি কি তাহার পক্ষ হইতে হজ্জ করিতে পারি? হুযুর বলিলেন হা ইহা বিদায় হজ্জের ঘটনা। —মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: إِنَّ امْرَأَةً مِنْ خَثْعَمَ قَالَتْ: يَا رَسُول الله إِن فَرِيضَة الله عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ؟ قَالَ: «نعم» ذَلِك حجَّة الْوَدَاع

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস অনুসারেই ইমাম শাফেয়ী (রঃ) বলেন, চলিতে অক্ষম ব্যক্তির উপরও হজ্জ ফরয। আমাদের ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ (রঃ)-এরও এই মত। যদি তাহাকে হজ্জে লইয়া যাইবার মত লোকের খরচ বহন করার মত সামর্থ্য তাহার থাকে, তবে তাহার উপর হজ্জ ফরয। কিন্তু ইমাম আ'যম আবু হানীফা (রঃ)-এর মতে অচল হওয়ার পর কেহ আর্থিক সামর্থ্যবান হইলে তাহার উপর হজ্জ ফরয হয় না। কেননা, কোরআনে বলা হইয়াছে, من استطاع اليه سبيلا “যে ব্যক্তি পথের সামর্থ্য লাভ করে।” অচল ব্যক্তির শক্তিগত পথের সামর্থ্য নাই। তাঁহার মতে এ হাদীসের অর্থ হইতেছে, আমার পিতার উপর অচল না হইতে হজ্জ ফরয হইয়াছিল, আদায় করে নাই। এখন সে অচল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান