মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৫৭
- যাবতীয় দোয়া-যিক্র
৬. প্রথম অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৫৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমরা বিপদের কষ্ট, দুর্ভাগ্যের আক্রমণ, নিয়তির মন্দতা ও বিপদে শত্রুর হাসা হইতে আল্লাহর নিকট আশ্রয় চাই। —মোত্তাঃ
كتاب الدعوات
بَابُ الْإِسْتِعَاذَةِ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جَهْدِ الْبَلَاءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوءِ القضاءِ وشَماتة الْأَعْدَاء»
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর নিকট আশ্রয় চাওয়া
কোরআনে রহিয়াছে—
“যখন তুমি কোরআন পাঠ আরম্ভ করিবে, বিতাড়িত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় চাহিবে।” –সূরা নহল
হাদীসে আরও বহু বিষয় হইতে আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার কথা রহিয়াছে। এ অধ্যায়ের হাদীসসমূহ এ বিষয় সম্বলিত।
কোরআনে রহিয়াছে—
“যখন তুমি কোরআন পাঠ আরম্ভ করিবে, বিতাড়িত শয়তান হইতে আল্লাহর নিকট আশ্রয় চাহিবে।” –সূরা নহল
হাদীসে আরও বহু বিষয় হইতে আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার কথা রহিয়াছে। এ অধ্যায়ের হাদীসসমূহ এ বিষয় সম্বলিত।