মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪১১
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৪১১। হযরত বুরায়দা (রাঃ) বলেন, একদা খালেদ ইবনে ওলীদ নবী করীম (ﷺ)-এর নিকট অভিযোগ করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! রাতে আমার ঘুম আসে না। তখন আল্লাহর নবী (ﷺ) বলিলেনঃ যখন তুমি বিছানায় আশ্রয় লইবে, বলিবে, “হে আল্লাহ্ যিনি সপ্ত আসমানের ও উহারা যাহাকে ছায়া দিয়াছে তাহার প্রতিপালক প্রভু এবং যমীনসমূহ ও উহারা যাহাকে ধারণ করিয়াছে তাহার প্রভু; শয়তানসকল ও তাহারা যাহাদের গোমরাহ করিয়াছে তাহাদের প্রভু তুমি আমাকে নিরাপত্তা দান কর, তোমার সমস্ত সৃষ্টির মন্দ প্রভাব হইতে—তাহাদের কেহ যে আমার উপর প্রভাব বিস্তার করিবে অথবা আমার প্রতি অবিচার করিবে। বিজয়ী সে যাহাকে তুমি নিরাপত্তা দান করিয়াছ। মহান তোমার প্রশস্তি। তুমি ছাড়া কোন মা'বুদ নাই, তুমি ব্যতীত কোন উপাস্য নাই। — তিরমিযী। তিনি বলেন, ইহার সনদ সবল নহে। কোন কোন হাদীস বিশেষজ্ঞ ইহার রাবী হাকীম ইবনে যহীরকে মারূক বা ত্যাজ্য বলিয়াছেন।
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: شَكَا خَالِدُ بْنُ الْوَلِيدِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُول الله مَا أَنَام من اللَّيْلَ مِنَ الْأَرَقِ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَقُلْ: اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَمَا أَظَلَّتْ وَرَبَّ الْأَرَضِينَ وَمَا أَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضَلَّتْ كُنْ لِي جَارًا مِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيعًا أَنْ يَفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ أَنْ يَبْغِيَ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ وَلَا إِلَهَ غَيْرُكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيّ والحكَمُ بن ظُهيرٍ الرَّاوِي قد ترَكَ حديثَهُ بعضُ أهل الحَدِيث
