মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪১০
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৪১০। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন রাতে শয্যা গ্রহণ করিতেন, বলিতেনঃ “আল্লাহর শোকর যিনি আমার প্রয়োজন নির্বাহ করিলেন, আমাকে রাতে আশ্রয় দিলেন, আমাকে খাওয়াইলেন, আমাকে পান করাইলেন; যিনি আমার প্রতি অনুগ্রহ করিলেন এবং বহু অনুগ্রহ করিলেন ; যিনি আমাকে দান করিলেন এবং যথেষ্ট দান করিলেন। সুতরাং আল্লাহর শোকর প্রত্যেক অবস্থায়। হে আল্লাহ্! যিনি প্রত্যেক জিনিসের প্রতিপালক ও উহার অধিকারী এবং প্রত্যেক বস্তুর উপাস্য, আমি তোমার নিকট দোযখের আগুন হইতে পানাহ্ চাহি। —আবু দাউদ
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانِي وَآوَانِي وَأَطْعَمَنِي وَسَقَانِي وَالَّذِي مَنَّ عَلَيَّ فَأَفْضَلَ وَالَّذِي أَعْطَانِي فَأَجْزَلَ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ اللَّهُمَّ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ وَإِلَهَ كُلِّ شَيْءٍ أَعُوذُ بِكَ مِنَ النَّارِ» . رَوَاهُ أَبُو دَاوُد
