মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪০৫
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৪০৫। হযরত শাদ্দাদ ইবনে আওস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন মুসলমান কিতাবুল্লাহর কোন একটি সূরা পড়িয়া শয্যা গ্রহণ করিবে, নিশ্চয় আল্লাহ্ তাহার জন্য একজন ফিরিশতা নিযুক্ত করিয়া দিবেন। সুতরাং কোন কষ্টদায়ক জিনিস তাহার নিকটে আসিতে পারিবে না, যাবৎ না সে জাগরিত হয়, যখন জাগরিত হয়। —তিরমিযী
وَعَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «مَا من مُسْلِمٍ يَأْخُذُ مَضْجَعَهُ بِقِرَاءَةِ سُورَةٍ مِنْ كِتَابِ اللَّهِ إِلَّا وَكَّلَ اللَّهُ بِهِ مَلَكًا فَلَا يَقْرَبُهُ شَيْءٌ يُؤْذِيهِ حَتَّى يَهُبَّ مَتَى هَبَّ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

এক রেওয়ায়তে সূরা ফাতেহা ও এখলাসের কথা, আর অপর রেওয়ায়তে সূরা বাকারার শেষ তিন আয়াতের কথা রহিয়াছে। মোটকথা, হুযূর শোয়ার সময় ও উঠার সময় বিভিন্ন দো'আ কালাম পড়িয়াছেন ও অন্যদের পড়িতে বলিয়াছেন। সুতরাং যাহার পক্ষে যাহা সম্ভব তাহা করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৪০৫ | মুসলিম বাংলা