আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪০২৮
২১৭৫. বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের নামের তালিকা যা আল-জামে গ্রন্থে (বুখারী শরীফে) উল্লেখ রয়েছে। নবী মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ হাশিমী (ﷺ) আয়াস ইবনে বুকায়র, আবু বকর কুরাইশীর আযাদকৃত গোলাম বিলাল ইবনে রাবাহ, হামযা ইবনে আব্দুল মুত্তালিব আল-হাশিমী, কুরাইশদের বন্ধু হাতিব ইবনে আবু বুলতা‘আ, আবু হুযাইফা ইবনে উতবা ইবনে রাবী‘আ কুরাইশী, হারিসা ইবনে রাবী আনসারী, তিনি বদর যুদ্ধে শহীদ হয়েছেন; তাঁকে হারিসা ইবনে সুরাকাও বলা হয়, তিনি দেখার জন্য গিয়েছিলেন। খুবাইব ইবনে আদী আনসারী, খুনায়স ইবনে হুযাফা সাহমী, রিফা‘আ ইবনে রাফি আনসারী, রিফা‘আ ইবনে আব্দুল মুনযির, আবু লুবাবা আনসারী, যুবাইর ইবনুল আওয়াম কুরাইশী, যায়দ ইবনে সাহল আবু তালহা আনসারী, আবু যায়দ আনসারী, সা‘দ ইবনে মালিক যুহরী, সা‘দ ইবনে খাওলা কুরাইশী, সা‘ঈদ ইবনে যায়দ ইবনে আমর ইবনে নুফাইল কুরাইশী, সাহল ইবনে হুনাইফ আনসারী, যুহাইর ইবনে রাফি আনসারী, এবং তাঁর ভাই (মুযহির ইবনে রাফি আনসারী), আব্দুল্লাহ ইবনে উসমান, আবু বকর সিদ্দীক কুরাইশী, আব্দুল্লাহ ইবনে উসমান হুযালী; আব্দুর রহমান ইবনে আউফ যুহরী, উবাইদা ইবনুল হারিস কুরাইশী, উবাদা ইবনে সামিত আনসারী, উমর ইবনে খাত্তাব আদাবী, উসমান ইবনে আফফান কুরাইশী, নবী কারীম (ﷺ) তাঁকে তাঁর অসুস্থ কন্যার দেখাশোনার জন্য (মদীনায়) রেখে গিয়েছিলেন। কিন্তু গনীমতের মালের অংশ তাঁকে দিয়েছিলেন। আলী ইবনে আবী তালিব হাশিমী, আমির ইবনে লুওয়াই গোত্রের মিত্র আমর ইবনে আউফ, উকবা ইবনে আমর আনসারী, আমির ইবনে রাবী‘আ আনাযী, আসিম ইবনে সাবিত আনসারী, উওয়াম ইবনে সাঈদা আনসারী, ইতবান ইবনে মালিক আনসারী, কুদামা ইবনে মাযউন, কাতাদা ইবনে নু‘মান আনসারী, মুআয ইবনে আমর ইবনে জামুহ, মু‘আববিয ইবনে আফরা এবং তাঁর ভাই (মুআয), মালিক ইবনে রাবী‘আ আবু উসাইদ আনসারী, মুরারা ইবনে রাবী আনসারী। মা‘ন ইবনে আ‘দী আনসারী, মিসতাহ ইবনে উসাসা ইবনে আব্বাদ ইবনে মুত্তালিব ইবনে আব্দে মানাফ, যোহরা গোত্রের মিত্র মিকদাদ ইবনে আমর কিনদী, হিলাল ইবনে উমাইয়া আনসারী, (রাযিয়াল্লাহু তাআলা আনহুম আজমায়ীন)
৩৭৩৫। ইসহাক ইবনে নসর (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, বনু নাযীর ও বনু কুরায়যা গোত্রের ইয়াহুদী সম্প্রদায় (মুসলমানদের বিরুদ্ধে) যুদ্ধ আরম্ভ করলে রাসূলুল্লাহ (ﷺ) বনু নাযীর গোত্রকে দেশান্তরিত করে দেন এবং বনু কুরায়যা গোত্রের প্রতি কৃপা প্রদর্শন করে তাদেরকে (তাদের ঘর বাড়ীতেই) থাকতে দেন। কিন্তু (পরবর্তীকালে) বনু কুরায়যা গোত্র (মুসলমানদের বিরুদ্ধে) যুদ্ধে লিপ্ত হলে কিছু সংখ্যক ব্যক্তি যারা নবী কারীম (ﷺ)- এর দল ভুক্ত হবার পর তিনি তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন তারা মুসলমান হয়ে গিয়েছিল তারা ব্যতীত অন্য সব পুরুষ লোককে হত্যা করে দেয়া হয়। নবী কারীম (ﷺ) মদীনার সকল ইয়াহুদীকে দেশান্তরিত করলেন। আব্দুল্লাহ ইবনে সালামের গোত্র বনু কায়নুকা ও বনু হারিসাসহ অন্যান্য ইয়াহুদী সম্প্রদায়কেও তিনি দেশান্তরিত করেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন