আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪০২৭
২১৭৩. বদর যুদ্ধে ফিরিশতাদের অংশগ্রহণ
৩৭৩৪। ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) .... যুবাইর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, বদরের দিন মুহাজিরদের জন্য (গনীমতের মালের) একশ’ হিসসা দেয়া হয়েছিল।


বর্ণনাকারী: