মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪০৩
- যাবতীয় দোয়া-যিক্র
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৪০৩। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) শোয়ারকালে বলিতেন, “আল্লাহ্! আমি তোমার মহান সত্তার ও তোমার পূর্ণ কালামের শরণ লই—যাহা তোমার অধীনে আছে তাহার মন্দ হইতে; আল্লাহ্! তুমিই দূরীভূত কর ঋণের চাপ ও গোনাহের ভার। আল্লাহ্ ; তোমার দল পরাভূত হয় না, তোমার ওয়াদা কখনও বরখেলাফ হয় না এবং কোন সম্পদশালীর সম্পদ তাহাকে তোমা হইতে রক্ষা করিতে পারে না। তোমার পবিত্রতা তোমার প্রশংসার সাথে।” —আবু দাউদ
كتاب الدعوات
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ عِنْدَ مَضْجَعِهِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِوَجْهِكَ الْكَرِيمِ وَكَلِمَاتِكَ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا أَنْتَ آخِذٌ بناصيتهِ اللهُمَّ أَنْت تكشِفُ المغرمَ والمأْثمَ اللهُمَّ لَا يُهْزَمُ جُنْدُكَ وَلَا يُخْلَفُ وَعْدُكَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ» . رَوَاهُ أَبُو دَاوُد