মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৯৬
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৯৬। (তাবেয়ী) হারেস ইবনে মুসলিম তামিমী তাহার পিতা হইতে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করেন যে, একদা তিনি (হুযূর) তাহাকে চুপে চুপে বলিলেনঃ যখন তুমি মাগরিবের নামায হইতে অবসর গ্রহণ করিবে, কাহারও সাথে কথা বলিবার পূর্বে সাতবার বলিবেঃ 'আল্লাহুম্মা আজিরনী মিনান্নার’– “আল্লাহ্! আমাকে দোযখ হইতে বাঁচাও ;” যখন তুমি উহা বলিবে অতঃপর ঐ রাতে মরিবে, তোমার জন্য দোযখ হইতে ছাড়পত্র লেখা হইবে। এইরূপে যখন তুমি ফজরের নামায পড়িবে ঐরূপ বলিবে। অতঃপর যখন তুমি ঐ দিনে মরিবে, তোমার জন্য দোযখ হইতে ছাড়পত্র লেখা হইবে। —আবু দাউদ
وَعَنِ الْحَارِثِ بْنِ مُسْلِمٍ التَّمِيمِيِّ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ أَسَرَّ إِلَيْهِ فَقَالَ: «إِذَا انْصَرَفْتَ مِنْ صَلَاةِ الْمَغْرِبِ فَقُلْ قَبْلَ أَنْ تُكَلِّمَ أَحَدًا اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ ثُمَّ مِتَّ فِي لَيْلَتِكَ كُتِبَ لَكَ جَوَازٌ مِنْهَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৯৬ | মুসলিম বাংলা