মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৯৫
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৯৫। হযরত আবু আইয়্যাশ (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে সকালে উঠিয়া বলিবে, “আল্লাহ্ ব্যতীত কোন উপাস্য নাই, তিনি এক, তাহার কোন অংশীদার নাই, তাঁহারই রাজত্ব, তাঁহারই প্রশংসা এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান।"—তাহার জন্য ইহা ইসমাঈল বংশীয় একটি দাস মুক্ত করার সমান হইবে এবং তাহার জন্য দশটি পুণ্য লেখা হইবে ও তাহার দশটি পাপ খণ্ডন করা হইবে; আর তাহার দশটি মর্যাদা বুলন্দ করা হইবে এবং সে শয়তান হইতে হেফাযতে থাকিবে—যাবৎ না সে সন্ধ্যায় উপনীত হয়। আর যদি সে বলে যখন সন্ধ্যায় উপনীত হয়, তাহার জন্য ঐরূপ হইবে যাবৎ না সে সকালে উঠে। (রাবী বলেন,) এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে স্বপ্নে দেখিল এবং বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আবু আইয়্যাশ আপনার নাম করিয়া এই এই কথা বলে। হুযূর বলিলেন, আবু আইয়্যাশ সত্য বলিয়াছে। —আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي عَيَّاشٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ قَالَ إِذَا أَصْبَحَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ كَانَ لَهُ عَدْلُ رَقَبَةٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَكُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ وَحَطَّ عَنْهُ عَشْرَ سَيِّئَاتٍ وَرفع عَشْرُ دَرَجَاتٍ وَكَانَ فِي حِرْزٍ مِنَ الشَّيْطَانِ حَتَّى يُمْسِيَ وَإِنْ قَالَهَا إِذَا أَمْسَى كَانَ لهُ مثلُ ذَلِك حَتَّى يُصبحَ . قَالَ حَمَّاد بن سَلمَة: فَرَأَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرَى النَّائِمُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا عَيَّاشٍ يُحَدِّثُ عَنْكَ بِكَذَا وَكَذَا قَالَ: «صَدَقَ أَبُو عَيَّاشٍ» . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৯৫ | মুসলিম বাংলা