মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩৮৫
৪. প্রথম অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৮৫। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন শয্যায় আশ্রয় নিতেন ডান পার্শ্বের উপর শুইতেন। অতঃপর বলিতেন, “আল্লাহ্ আমি নিজেকে তোমাতে সমর্পণ করিলাম, তোমার দিকে মুখ ফিরাইলাম, আমার কাজ তোমার প্রতি ন্যস্ত করিলাম এবং তোমার (সাহায্যের) প্রতি আমি ভরসা করিলাম—আগ্রহে ও ভয়ে। তোমা হইতে আশ্রয় পাওয়ার ও মুক্তি পাওয়ার স্থান নাই তোমাতে ব্যতীত। আমি বিশ্বাস করি তোমার কিতাবে যাহা তুমি অবতীর্ণ করিয়াছ এবং তোমার নবীতে, যাঁহাকে তুমি প্রেরণ করিয়াছ।” অতঃপর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: যে উহা বলিবে, তৎপর রাত্রির মধ্যেই মরিবে, মরিবে সে ইসলামের উপর।
অপর বর্ণনায় আছে, বারা বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলিলেন, হে অমুক, যখন তুমি বিছানায় আশ্রয় লইবে, ওযু করিবে তোমার নামাযের ওযূর ন্যায়, অতঃপর তোমার ডান পার্শ্বের উপরে শুইবে এবং বলিবে, "আল্লাহ্, আমি নিজেকে তোমার প্রতি সমর্পণ করিলাম" — হইতে "প্রেরণ করিয়াছ পর্যন্ত। তারপর হুযুর বলিলেন, যদি তুমি সেই রাতেই মর, মরিবে তুমি ইসলামের উপর, আর যদি তুমি ভোরে উঠ, উঠিবে তুমি কল্যাণের সাথে। --মোত্তাঃ
অপর বর্ণনায় আছে, বারা বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলিলেন, হে অমুক, যখন তুমি বিছানায় আশ্রয় লইবে, ওযু করিবে তোমার নামাযের ওযূর ন্যায়, অতঃপর তোমার ডান পার্শ্বের উপরে শুইবে এবং বলিবে, "আল্লাহ্, আমি নিজেকে তোমার প্রতি সমর্পণ করিলাম" — হইতে "প্রেরণ করিয়াছ পর্যন্ত। তারপর হুযুর বলিলেন, যদি তুমি সেই রাতেই মর, মরিবে তুমি ইসলামের উপর, আর যদি তুমি ভোরে উঠ, উঠিবে তুমি কল্যাণের সাথে। --মোত্তাঃ
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ نَامَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ ثُمَّ قَالَ: «اللَّهُمَّ أَسْلَمْتُ نَفَسِي إِلَيْكَ وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ» . وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَهُنَّ ثُمَّ مَاتَ تَحْتَ لَيْلَتِهِ مَاتَ عَلَى الْفِطْرَةِ»
وَفِي رِوَايَةٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ: يَا فُلَانُ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ثُمَّ قُلِ: اللَّهُمَّ أَسْلَمْتُ نَفَسِي إِلَيْكَ إِلَى قَوْلِهِ: أَرْسَلْتَ وَقَالَ: «فَإِنْ مِتَّ مِنْ لَيْلَتِكَ مِتَّ عَلَى الْفِطْرَةِ وإِن أصبحتَ أصبتَ خيرا»
وَفِي رِوَايَةٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ: يَا فُلَانُ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ثُمَّ قُلِ: اللَّهُمَّ أَسْلَمْتُ نَفَسِي إِلَيْكَ إِلَى قَوْلِهِ: أَرْسَلْتَ وَقَالَ: «فَإِنْ مِتَّ مِنْ لَيْلَتِكَ مِتَّ عَلَى الْفِطْرَةِ وإِن أصبحتَ أصبتَ خيرا»
