মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩৮৪
৪. প্রথম অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৮৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন তোমাদের কেহ বিছানায় আশ্রয় লয়, তখন যেন আপন তহবন্দের ভিতর দিক দ্বারা বিছানা ঝাড়িয়া লয়। কেননা, সে জানে না তাহার পর বিছানার উপর কি আসিয়াছে। অতঃপর যেন বলে, “প্রভু হে! তোমারই নামে আমার পার্শ্ব রাখিলাম এবং তোমারই নামে উহা উঠাইব। যদি তুমি আমার আত্মাকে রাখিয়া দাও, তবে উহার প্রতি দয়া করিও, আর যদি উহাকে ছাড়িয়া দাও, রক্ষা করিও উহাকে যদ্দ্বারা রক্ষা কর তুমি তোমার নেক বান্দাদেরে।” অপর বর্ণনায় আছে—অতঃপর যেন সে আপন ডান পার্শ্বের উপর শোয়, তৎপর বলে, “তোমারই নামে... ইত্যাদি।” – মোত্তাঃ
অপর বর্ণনায় আছে, যেন উহাকে তহবন্দের ভিতর কিনার দ্বারা তিনবার ঝাড়িয়া লয় এবং "যদি তুমি আমার আত্মাকে রাখিয়া দাও ক্ষমা করিয়া দিও উহাকে।
অপর বর্ণনায় আছে, যেন উহাকে তহবন্দের ভিতর কিনার দ্বারা তিনবার ঝাড়িয়া লয় এবং "যদি তুমি আমার আত্মাকে রাখিয়া দাও ক্ষমা করিয়া দিও উহাকে।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَنْفُضْ فِرَاشَهُ بِدَاخِلَةِ إِزَارِهِ فَإِنَّهُ لَا يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ ثُمَّ يَقُولُ: بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أرفعه إِن أَمْسَكت نَفسِي فارحمهما وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ . وَفِي رِوَايَةٍ: ثُمَّ لْيَضْطَجِعْ عَلَى شِقِّهِ الْأَيْمن ثمَّ ليقل: بِاسْمِك
وَفِي رِوَايَةٍ: «فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ ثَوْبِهِ ثَلَاثَ مَرَّاتٍ وَإِن أَمْسَكت نَفسِي فَاغْفِر لَهَا»
وَفِي رِوَايَةٍ: «فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ ثَوْبِهِ ثَلَاثَ مَرَّاتٍ وَإِن أَمْسَكت نَفسِي فَاغْفِر لَهَا»
হাদীসের ব্যাখ্যা:
তখনকার আরবদের তহবন্দ ও চাদর ব্যতীত অন্য অতিরিক্ত কাপড় প্রায় ছিল না, তাই তহবন্দের কথা বলা হইয়াছে। তাদের তহবন্দ হইত সেলাইবিহীন। সুতরাং উহার ডান কোনের ভিতর দিক দ্বারা ঝাড়িতে অসুবিধা ছিল না।
