মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩৬৬
৩. প্রথম অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৬৬। মুসলিমের এক বর্ণনায় হযরত সালমান ফারেসী হইতে উহার অনুরূপ রহিয়াছে। উহার শেষের দিকে আছে, হুযূর বলিয়াছেন, যখন কেয়ামতের দিন হইবে, আল্লাহ্ ঐ সকল রহমত দ্বারা উহাকে পূর্ণ করিবেন।
بَابُ سَعْةِ رَحْمَةِ اللهِ
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ عَنْ سَلْمَانَ نَحْوُهُ وَفِي آخِرِهِ قَالَ: «فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَكْمَلَهَا بِهَذِهِ الرَّحْمَة»
