মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৬৫
- যাবতীয় দোয়া-যিক্‌র
৩. প্রথম অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৬৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আল্লাহর একশত রহমত রহিয়াছে যাহা হইতে একটি মাত্র রহমত তিনি জিন, মানুষ, পশু ও কীট-পতঙ্গের মধ্যে নাযিল করিয়াছেন। উহা দ্বারাই তাহাদের একে অন্যকে মায়া করে, উহা দ্বারাই তাহাদের একে অন্যকে দয়া করে এবং উহা দ্বারাই ইতর প্রাণীরা উহাদের সন্তানকে ভালবাসে, বাকী নিরানব্বইটি আল্লাহ্ তা'আলা পরের জন্য রাখিয়া দিয়াছেন, যাহা দ্বারা তিনি কেয়ামতের দিন আপন বান্দাদের রহম করিবেন। – মোত্তাঃ
كتاب الدعوات
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِنَّ للَّهِ مائةَ رَحْمَةٍ أَنْزَلَ مِنْهَا رَحْمَةً وَاحِدَةً بَيْنَ الْجِنِّ وَالْإِنْسِ وَالْبَهَائِمِ وَالْهَوَامِّ فَبِهَا يَتَعَاطَفُونَ وَبِهَا يَتَرَاحَمُونَ وَبِهَا تَعْطُفُ الْوَحْشُ عَلَى وَلَدِهَا وَأَخَّرَ اللَّهُ تِسْعًا وَتِسْعِينَ رَحْمَةً يَرْحَمُ بِهَا عِبَادَهُ يَوْمَ الْقِيَامَة»
tahqiqতাহকীক:তাহকীক চলমান