মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৬২
২. তৃতীয় অনুচ্ছেদ - ক্ষমা ও তাওবাহ্
২৩৬২। হযরত আবু যর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সাথে কাহাকেও সমান না করিয়া তাঁহার সহিত সাক্ষাৎ করিবে (মরিবে), আর তাহার উপর পাহাড় পরিমাণ গোনাহর বোঝাও থাকিবে, আল্লাহ্ তাহাকে মাফ করিয়া দিবেন (বিনা তওবায়, যদি তাঁহার ইচ্ছা হয়)। – বায়হাকী কিতাবুল বা’সে ওয়ান্নূশূরে
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَقِيَ اللَّهَ لَا يَعْدِلُ بِهِ شَيْئًا فِي الدُّنْيَا ثُمَّ كَانَ عَلَيْهِ مِثْلَ جِبَالٍ ذُنُوبٌ غَفَرَ اللَّهُ لَهُ» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي كتاب الْبَعْث والنشور
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৬২ | মুসলিম বাংলা