মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৪৩
- যাবতীয় দোয়া-যিক্‌র
২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্ষমা ও তাওবাহ্
২৩৪৩। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিশ্চয়, আল্লাহ্ বান্দার তওবা কবুল করেন, যাবৎ না তাহার প্রাণ ওষ্ঠাগত হয়। – তিরমিযী ও ইবনে মাজাহ্
كتاب الدعوات
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

'যাবৎ না প্রাণ ওষ্ঠাগত হয়'—অর্থাৎ, জীবন হইতে সম্পূর্ণ নিরাশ হইয়া যায় এবং মরণের পূর্ণ বিশ্বাস হয়। কিন্তু এই অবস্থায় বান্দার হক মাফ চাহিলে যদি বান্দা মাফ করিয়া দেয় মাফ হইবে এবং ওসিয়ত ও হেবা করিলে তাহা শুদ্ধ হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান