মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩২২
১. তৃতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩২২। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, 'সুবহানাল্লাহ্' হইল বান্দাদের এবাদত, 'আলহামদু লিল্লাহ্' হইল কৃতজ্ঞতা প্রকাশের বাক্য, 'লা ইলাহা ইল্লাল্লাহ্' হইল তওহীদের কলেমা এবং আল্লাহু আকবর' পূর্ণ করে আসমান ও যমীনের মধ্যে যাহা আছে তাহাকে। বান্দা যখন বলে, 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্ আল্লাহ্ তা'আলা বলেন, সে সম্পূর্ণভাবে আমাতে আত্মসমর্পণ করিল। —রযীন
وَعَن ابْن عمر أَنَّهُ قَالَ: سُبْحَانَ اللَّهِ هِيَ صَلَاةُ الْخَلَائِقِ وَالْحَمْدُ لِلَّهِ كَلِمَةُ الشُّكْرِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ كَلِمَةُ الْإِخْلَاصِ وَاللَّهُ أَكْبَرُ تَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَإِذَا قَالَ الْعَبْدُ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ قَالَ اللَّهُ تَعَالَى: أسلم عَبدِي واستَسلَم. رَوَاهُ رزين
