মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৯১
- যাবতীয় দোয়া-যিক্র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৯১। হযরত আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্র ইসমে আ'যম এই দুই আয়াতের মধ্যে আছে, ‘ওয়া ইলাহুকুম ইলাহুওয়াহিদ্ লা ইলাহা ইল্লা হুয়াররহমানুর রাহীম' এবং সূরা আলে ইমরানের শুরু আলিফ লাম-মীমাল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যূম।' —তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب الدعوات
وَعَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اسْمُ اللَّهِ الْأَعْظَمُ فِي هَاتَيْنِ الْآيَتَيْنِ: (وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحيمُ)
وفاتحة (آل عمرانَ)
: (آلم اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ)
رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
وفاتحة (آل عمرانَ)
: (آلم اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ)
رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
হাদীসের ব্যাখ্যা:
প্রথম আয়াতের অর্থ, তোমাদের মা'বূদ হইল এক মা'বূদ, কোন মা'বূদ নাই তিনি ব্যতীত, তিনি রহমান ও রহীম। দ্বিতীয় আয়াতের অর্থ, আলিফ লাম মীম আল্লাহ, যিনি ব্যতীত কোন মা'বূদ নাই, তিনি চিরঞ্জীব ও স্বয়ং প্রতিষ্ঠিত ।