মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৯০
- যাবতীয় দোয়া-যিক্‌র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৯০। হযরত আনাস (রাঃ) বলেন, একদা আমি নবী করীম (ﷺ)-এর সাথে মসজিদে বসা ছিলাম। তখন এক ব্যক্তি নামায পড়িতেছিল এবং (নামাযের পর) বলিতেছিল, “হে খোদা! আমি তোমার নিকট সওয়াল করি এবং জানি যে, তোমারই জন্য প্রশংসা, তুমি ব্যতীত কোন মা'বুদ নাই; তুমি বড় দয়ালু, বড় দাতা, আসমান ও যমীনের বিনা নমুনায় স্ৰষ্টা, হে মহত্ত্ব ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে প্রতিষ্ঠাতা — আমি তোমার নিকট সওয়াল করি।” তখন নবী করীম (ﷺ) বলিলেন, সে আল্লাহকে তাঁহার ইসমে আ'যমের সহিত ডাকিল – ইহা দ্বারা যখন তাঁহাকে ডাকা হয় উহাতে তিনি সাড়া দেন এবং যখন তাহার নিকট সওয়াল করা হয় উহা তিনি দান করেন —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
كتاب الدعوات
وَعَنْ أَنَسٍ قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَرَجُلٌ يُصَلِّي فَقَالَ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْحَنَّانُ الْمَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ أَسْأَلُكَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعَا اللَّهَ بِاسْمِهِ الْأَعْظَمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান