মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৮৯
- যাবতীয় দোয়া-যিক্র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৮৯। হযরত বুরায়দা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক ব্যক্তিকে (আবু মুসাকে) এইরূপ বলিতে শুনিলেন, “হে খোদা! আমি তোমার নিকট প্রার্থনা করি এবং জানি যে, তুমিই আল্লাহ্, তুমি ব্যতীত কোন মা'বূদ নাই, তুমি এক, অনন্য, নিরপেক্ষ ও অন্যদের নির্ভরস্থল — যিনি জনকও নহেন, জাতও নহেন এবং যাঁহার কোন সমকক্ষ নাই।” তখন হুযূর বলিলেন, সে আল্লাহকে তাঁহার ইসমে আ'যম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামের সহিত ডাকিল, যাহা দ্বারা যখন কেহ তাঁহার নিকট কিছু চাহে, তিনি তাহাকে উহা দান করেন এবং যাহা দ্বারা যখন কেহ তাঁহাকে ডাকে, তিনি তাহার ডাকে সাড়া দেন। —তিরমিযী ও আবু দাউদ
كتاب الدعوات
وَعَن بُرَيْدَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ فَقَالَ: «دَعَا اللَّهَ بِاسْمِهِ الْأَعْظَمِ الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর ইসমে আ'যম সম্পর্কে বিভিন্ন হাদীসে বিভিন্ন বর্ণনা রহিয়াছে। তাই এ সম্পর্কে আলেমদের মধ্যেও মতভেদ রহিয়াছে। কাহারও মতে 'আল্লাহ্' শব্দই ‘ইসমে আযম।’ কেননা, উহা হইল ইসমে জাত বা সত্তাবাচক নাম। আর কাহারও মতে 'রব্ব।' কাহারও মতে ‘রাহমান ও রাহীম'; আর অধিকাংশের মতে 'লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যূম'ই ইসমে আযম। আর কাহারও মতে উহা সমস্ত নামের মধ্যে গুপ্ত, যেমন ‘শবে কদর' গুপ্ত।