মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৬২
১. প্রথম অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৬২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে সফরে এক পাহাড়ের নিকট পৌঁছিলেন, যাহার নাম হইল জুমদান। তখন বলিলেন, চল, চল, ইহা জুমদান। আগে চলিয়া গেল মুফাররিদরা। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, 'মুফাররিদ' কাহারা ইয়া রাসূলাল্লাহ্? তিনি বলিলেন যে পুরুষ বা নারী আল্লাহর বেশী বেশী যিকির করে তাহারা। —মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسِيرُ فِي طَرِيقِ مَكَّةَ فَمَرَّ عَلَى جَبَلٍ يُقَالُ لَهُ: جُمْدَانُ فَقَالَ: «سِيرُوا هَذَا جُمْدَانُ سَبَقَ الْمُفَرِّدُونَ» . قَالُوا: وَمَا الْمُفَرِّدُونَ؟ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «الذَّاكِرُونَ الله كثيرا وَالذَّاكِرَات» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

‘জুমদান' মদীনা হইতে এক রাত্রির পথ দূরে অবস্থিত। উহা আল্লাহর যিকিরকে ভালবাসে বলিয়াই তথায় তিনি যিকির করিতে বলিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২২৬২ | মুসলিম বাংলা