মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২২১৯
- কুরআনের ফাযাঈল অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - কিরাআতের ভিন্নতা ও কুরআন সংকলন প্রসঙ্গে
২২১৯। (তাবেয়ী) হযরত আলকামা (রঃ) বলেন, আমরা হেমস শহরে ছিলাম। এ সময় একবার হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) সূরা ইউসুফ পড়িলেন। তখন এক ব্যক্তি বলিয়া উঠিল, ইহা এইরূপ নাযিল হয় নাই। হযরত আব্দুল্লাহ্ বলিলেন, খোদার কসম, আমি ইহা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আমলে (তাঁহার দরবারে) পড়িয়াছি আর তিনি বলিয়াছেন, বেশ পড়িয়াছ। আলকামা বলেন, সে তাঁহার সহিত কথা বলিতেছিল এমন সময় তাহার মুখ হইতে শরাবের গন্ধ পাওয়া গেল। তখন হযরত আব্দুল্লাহ্ বলিলেন, (পাজি,—) শরাব খাও আর আল্লাহর কিতাবকে মিথ্যা প্রতিপন্ন কর ? অতঃপর তিনি তাহাকে (শরাব পানের) শাস্তি দিলেন। – মোত্তাঃ
كتاب فضائل القرآن
وَعَنْ عَلْقَمَةَ قَالَ: كُنَّا بِحِمْصَ فَقَرَأَ ابْنُ مَسْعُودٍ سُورَةَ يُوسُفَ فَقَالَ رَجُلٌ: مَا هَكَذَا أُنْزِلَتْ. فَقَالَ عَبْدُ اللَّهِ: وَاللَّهِ لَقَرَأْتُهَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَحْسَنْتَ» فَبَيْنَا هُوَ يُكَلِّمُهُ إِذْ وَجَدَ مِنْهُ رِيحَ الْخَمْرِ فَقَالَ: أَتَشْرَبُ الْخَمْرَ وَتُكَذِّبُ بِالْكِتَابِ؟ فَضَرَبَهُ الْحَد