মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২২১৪
২. প্রথম অনুচ্ছেদ - কিরাআতের ভিন্নতা ও কুরআন সংকলন প্রসঙ্গে
২২১৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন জিবরাঈল (আঃ) আমাকে এক রীতিতে কোরআন পড়াইলেন, আর আমি তাহাকে ফেরত পাঠাইলাম এবং আল্লাহর নিকট ইহার (সংখ্যা) বৃদ্ধি চাহিতে লাগিলাম। তিনি আমার জন্য উহা বৃদ্ধি করিতে লাগিলেন, অবশেষে উহা সাত রীতিতে পৌঁছিল। রাবী ইবনে শেহাব (মুহুরী) বলেন, বিশ্বস্ত সূত্রে আমার নিকট ইহা পৌঁছিয়াছে যে, এই সাত রীতি অর্থের দিক দিয়া একই হালাল-হারামে বিভিন্ন নহে। মোত্তাঃ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَقْرَأَنِي جِبْرِيل على حرف فَرَاجعه فَلم أزل استزيده ويزيدني حَتَّى انْتهى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ» . قَالَ ابْنُ شِهَابٍ: بَلَغَنِي أَنَّ تِلْكَ السَّبْعَةَ الْأَحْرُفَ إِنَّمَا هِيَ فِي الْأَمْرِ تَكُونُ وَاحِدًا لَا تَخْتَلِفُ فِي حَلَالٍ وَلَا حرَام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২২১৪ | মুসলিম বাংলা