মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২২১০
১. তৃতীয় অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২২১০। হযরত উবায়দা মুলাইকী (রাঃ) বলেন, আর তিনি ছিলেন হুযুরের সহচর— রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হে কোরআনধারীগণ! তোমরা কোরআনকে বালিশ বানাইবে না; বরং তেলাওয়াত করার মত উহা তেলাওয়াত করিবে—রাত ও দিনে এবং উহাকে প্রকাশ করিবে ও সুর করিয়া পড়িবে; অধিকন্তু উহাতে যাহা আছে সেইসব (বিষয়বস্তু) সম্পর্কে চিন্তা-গবেষণা করিবে, যাহাতে তোমরা সফলকাম হইতে পার এবং শীঘ্র শীঘ্র (দুনিয়ায়) ইহার প্রতিফল পাওয়ার জন্য ব্যস্ত হইবে না। কেননা, (আখেরাতে) উহার (উত্তম) প্রতিফল রহিয়াছে। – বায়হাকী শো'আবুল ঈমানে
وَعَنْ عُبَيْدَةَ الْمُلَيْكِيِّ وَكَانَتْ لَهُ صُحْبَةٌ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَهْلَ الْقُرْآنِ لَا تَتَوَسَّدُوا الْقُرْآنَ وَاتْلُوهُ حَقَّ تِلَاوَتِهِ مِنْ آنَاءِ اللَّيْلِ وَالنَّهَارِ وَأَفْشُوهُ وَتَغَنُّوهُ وَتَدَبَّرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ وَلَا تَعْجَلُوا ثَوَابَهُ فَإِنَّ لَهُ ثَوَابًا» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان

হাদীসের ব্যাখ্যা:

'বালিশ বানাইবে না' – অর্থাৎ, কোরআন লইয়া নিদ্রা যাইবে না; বরং উহা পাঠ করিতে থাকিবে এবং উহাতে চিন্তা-গবেষণা করিতে থাকিবে।
আহ্! আজ আমরা কোথায় আছি! আজ আমাদের এ পরিণামের জন্য কি আমাদের এ অবহেলাই দায়ী নহে? ইকবালের ভাষায়ঃ

وہ زمانہ میں معزز تھے مسلماں ہو کر
اور تم خوار ہوئے تارك قرآں ہو کر

“তারা ছিল বিশ্বে সেরা হয়ে মুসলমান।
তোরা হলে বিড়ম্বিত ছেড়ে দি' কোরআন।।"
tahqiqতাহকীক:তাহকীক চলমান