মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২২০৬
১. তৃতীয় অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২২০৬। হযরত জাবের (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট পৌঁছিলেন, তখন আমরা কোরআন পাঠ করিতেছিলাম। আমাদের মধ্যে আরবও ছিল এবং অনারবও ছিল (যাহারা ঠিকভাবে উচ্চারণ করিতে পারিতেছিল না, তবু) হুযূর বলিলেনঃ পড়িতে থাক, প্রত্যেকটিই ভাল। শীঘ্রই এমন কিছু সম্প্রদায় আসিবে যাহারা কোরআনের পাঠ ঠিক করিবে, যেভাবে তীর ঠিক করা হয়। তাহারা (দুনিয়াতেই) শীঘ্র শীঘ্র উহার ফল চাহিবে এবং আখেরাতের অপেক্ষা করিবে না। —আবু দাউদ। আর বায়হাকী শো' আবুল ঈমানে।
عَنْ جَابِرٍ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ وَفينَا الْأَعرَابِي والأعجمي قَالَ: «اقرؤوا فَكُلٌّ حَسَنٌ وَسَيَجِيءُ أَقْوَامٌ يُقِيمُونَهُ كَمَا يُقَامُ الْقِدْحُ يَتَعَجَّلُونَهُ وَلَا يَتَأَجَّلُونَهُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ

হাদীসের ব্যাখ্যা:

‘প্রত্যেকটিই ভাল' – ইহাতে বুঝা গেল যে, সাধ্যানুযায়ী চেষ্টা করার পরও যে ঠিক আরবী উচ্চারণে কোরআন পড়িতে পারিল না, সেও তেলাওয়াতের সওয়াব পাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২২০৬ | মুসলিম বাংলা