মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২২০৫
- কুরআনের ফাযাঈল অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২২০৫। (তাবেয়ী) হযরত ইবনে জুরাইজ (তাবেয়ী) ইবনে আবী মুলাইকা হইতে, তিনি বিবি উম্মে সালামা (রাঃ) হইতে বর্ণনা করেন যে, বিবি উম্মে সালামা (রাঃ) বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বাক্যে পূর্ণ ছেদ দিয়া কোরআন পাঠ করিতেন। তিনি বলিতেন, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন', অতঃপর বিরতি দিতেন। তৎপর বলিতেন, 'আররহমানির রাহীম', অতঃপর বিরতি দিতেন। —তিরমিযী হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন যে, ইহার সনদ মুত্তাসিল নহে। কেননা, (উপরের হাদীসে) লাইস ইহাকে ইবনে আবি মুলাইকা হইতে এবং তিনি ইয়া'লা ইবনে মামলাক হইতে, আর ইয়া'লা হযরত উম্মে সালামা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন। (অথচ এখানে ইয়া'লার উল্লেখ নাই,) সুতরাং উপরের লাইসের বর্ণনাটিই অধিকতর বিশ্বস্ত। (যাহাতে পূর্ণ ছেদ কথা নাই।)
كتاب فضائل القرآن
وَعَنِ ابْنِ جُرَيْجٍ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَطِّعُ قِرَاءَتَهُ يَقُولُ: الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ثُمَّ يَقِفُ ثُمَّ يَقُولُ: الرَّحْمَنِ الرَّحِيمِ ثُمَّ يَقِفُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: لَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ لِأَنَّ اللَّيْثَ رَوَى هَذَا الْحَدِيثَ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ عَنْ أُمِّ سَلَمَةَ وَحَدِيثُ اللَّيْث أصح