মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২২০৩
- কুরআনের ফাযাঈল অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২২০৩। হযরত সুহায়ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করিয়াছে, সে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। —তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, ইহার সনদ সবল নহে ।
كتاب فضائل القرآن
وَعَنْ صُهَيْبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا آمَنَ بِالْقُرْآنِ مَنِ اسْتَحَلَّ مَحَارِمَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيّ

হাদীসের ব্যাখ্যা:

যে কোরআনের হারামকে হালাল এবং হালালকে হারাম মনে করে, সে নিশ্চিত অবিশ্বাসী বা কাফের। অপরাপর হাদীস হইতে ইহা নিঃসন্দেহে প্রমাণিত। সুতরাং হাদীসটির সনদ সবল না হইলেও উহার মর্ম সহীহ্।
tahqiqতাহকীক:তাহকীক চলমান