মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৮০
তৃতীয় অনুচ্ছেদ
২১৮০। হযরত আলী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, প্রত্যেক জিনিসের একটি শোভা রহিয়াছে, আর কোরআনের শোভা হইল 'সূরা আররহমান।'
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «لكل شَيْء عروس وعروس الْقُرْآن الرَّحْمَن» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان

হাদীসের ব্যাখ্যা:

‘শোভা’—মূলে আরূস শব্দ রহিয়াছে, যাহার অর্থ দুলহান। ভাবার্থ শোভা, যীনত। হাদীসে ইহাকে আরূসুল কোরআন বলা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১৮০ | মুসলিম বাংলা