মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৭৭
তৃতীয় অনুচ্ছেদ
২১৭৭। (তাবেয়ী) হযরত আতা ইবনে আবু রাবাহ্ (রঃ) বলেন, আমার নিকট বিশ্বস্ত সূত্রে একথা পৌঁছিয়াছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি দিনের প্রথম দিকে 'সূরা ইয়াসীন' পড়িবে, তাহার সমস্ত হাজত পূর্ণ হইবে। —দারেমী—মুরসালরূপে
وَعَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ قَالَ: بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَرَأَ (يس)
فِي صَدْرِ النَّهَارِ قضيت حَوَائِجه» رَوَاهُ الدَّارمِيّ مُرْسلا
فِي صَدْرِ النَّهَارِ قضيت حَوَائِجه» رَوَاهُ الدَّارمِيّ مُرْسلا
