মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৬২
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৬২। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে জুহফা ও আবওয়ার মধ্যবর্তী এলাকায় চলিতেছিলাম, এমন সময় আমাদিগকে প্রবল ঝড় ও ঘোর অন্ধকার ঢাকিয়া ফেলিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক্ ও সূরা কুল আউযু বিরাব্বিন নাস দ্বারা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতে লাগিলেন এবং বলিলেনঃ হে ওকবা ! উহাদের দ্বারা আল্লাহর আশ্রয় প্রার্থনা কর! কেননা, উহাদের ন্যায় কোন সূরা দ্বারা কোন প্রার্থনাকারীই আশ্রয় প্রার্থনা করিতে পারে নাই। –আবু দাউদ
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: بَيْنَا أَنَا سير مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْجُحْفَةِ وَالْأَبْوَاءِ إِذْ غَشِيَتْنَا رِيحٌ وَظُلْمَةٌ شَدِيدَةٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ ب (أعوذ بِرَبّ الفلق)

و (أعوذ بِرَبِّ النَّاسِ)

وَيَقُولُ: «يَا عُقْبَةُ تَعَوَّذْ بِهِمَا فَمَا تَعَوَّذَ مُتَعَوِّذٌ بِمِثْلِهِمَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১৬২ | মুসলিম বাংলা