মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৬১
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৬১। (তাবেয়ী) ফারওয়া ইবনে নওফেল তাঁহার পিতা নওফেল হইতে বর্ণনা করেন যে, একদা নওফেল বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমাকে এমন একটি জিনিস শিখাইয়া দিন যাহা আমি শয্যা গ্রহণকালে পড়িতে পারি। হুযূর বলিলেনঃ সূরা কুল ইয়া আইয়্যুহাল কাফেরূন পড়িও। কেননা, উহাতে শিরক হইতে বিরাগ রহিয়াছে। —তিরমিযী, আবু দাউদ ও দারেমী
وَعَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ عَنْ أَبِيهِ: أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَقُولُهُ إِذَا أَوَيْتُ إِلَى فِرَاشِي. فَقَالَ: «اقْرَأْ (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ)

فَإِنَّهَا بَرَاءَةٌ مِنَ الشِّرْكِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد والدارمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১৬১ | মুসলিম বাংলা