মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৩৪
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৩৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (কেয়ামতের দিন) কোরআন পাঠকারীকে বলা হইবে, পাঠ করিতে থাক এবং উপরে উঠিতে থাক। অক্ষর অক্ষর ও শব্দ শব্দ স্পষ্টভাবে পাঠ করিতে থাক, যেভাবে দুনিয়াতে স্পষ্টভাবে করিতে! কেননা, তোমার স্থান শেষ আয়াতের নিকটে, যাহা তুমি পাঠ করিবে। —আহমদ, তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ: اقْرَأْ وَارَتْقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَة تقرؤها . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
বলা হইয়া থাকে যে, বেহেশতের ধাপের সংখ্যা কোরআনের আয়াতের সংখ্যার সমান। সুতরাং যে যত বেশী আয়াত পড়িবে, ততই তাহার স্থান উপরে যাইবে।
