মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৩১
- কুরআনের ফাযাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২১৩১। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন আশ্চর্য, আজ রাতে এমন কতক আয়াত নাযিল হইয়াছে, যাহার পূর্বে উহার অনুরূপ কোন আয়াত দেখা যায় নাই—'কুল আউযু বিরাব্বিল ফালাক' ও 'কুল আউযু বিরাব্বিন নাস'। মুসলিম
كتاب فضائل القرآن
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَلَمْ تَرَ آيَاتٍ أُنْزِلَتِ اللَّيْلَةَ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ (قل أعوذ بِرَبّ الفلق)

و (قل أعوذ بِرَبّ النَّاس)

رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, বিপদাপদ হইতে আল্লাহর শরণ লওয়ার পক্ষে ইহা অপেক্ষা উত্তম আয়াত আর নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান