মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৩০
প্রথম অনুচ্ছেদ
২১৩০। হযরত আনাস (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আমি এই সূরা 'কুল হুওয়াল্লাহু আহাদ কে ভালবাসি। হুযূর বলিলেন: তোমার উহাকে ভালবাসা তোমাকে বেহেশতে পৌঁছাইয়া দিবে। -তিরমিযী। আর বুখারী ইহার সমার্থ একটি হাদীস বর্ণনা করিয়াছেন।
وَعَنْ أَنَسٍ قَالَ: إِنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُحِبُّ هَذِهِ السُّورَةَ: (قُلْ هُوَ الله أحد)

قَالَ: إِنَّ حُبَّكَ إِيَّاهَا أَدْخَلَكَ الْجَنَّةَ . رَوَاهُ التِّرْمِذِيّ وروى البُخَارِيّ مَعْنَاهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান