মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১২৭
প্রথম অনুচ্ছেদ
২১২৭। হযরত আবুদ্দরদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলিলেনঃ তোমাদের কেহ কি প্রতি রাতে এক-তৃতীয়াংশ কোরআন পড়িতে অক্ষম ? সাহাবীগণ উত্তর করিলেন, হুযূর কি করিয়া প্রতি রাতে এক-তৃতীয়াংশ কোরআন পড়িবে? তিনি বলিলেন, সূরা 'কুল হুওয়াল্লাহু আহাদ' কোরআনের এক-তৃতীয়াংশের সমান। —মুসলিম।
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَعْجَزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ فِي لَيْلَةٍ ثُلُثَ الْقُرْآنِ؟» قَالُوا: وَكَيْفَ يَقْرَأُ ثُلُثَ الْقُرْآنِ؟ قَالَ: «قُلْ هُوَ الله أحد» يعدل ثلث الْقُرْآن . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
'সূরা কুল হুওয়াল্লাহু' কোরআনের এক-তৃতীয়াংশের সমান—এই বাক্যের অর্থ সম্পর্কে কেহ বলেন, কোরআনে প্রধানতঃ তিনটি বিষয় রহিয়াছেঃ (১) আহকাম অর্থাৎ, আদেশ-নিষেধ বা বিধানাবলী, (২) ঘটনাবলী এবং (৩) তওহীদ। আর এই সূরাতে তওহীদের বিবরণ রহিয়াছে। সুতরাং ইহা কোরআনের এক-তৃতীয়াংশের সমান। অপর কাহারও মতে অপর কারণে ইহা এক-তৃতীয়াংশের সমান।
